• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মাঝ মুড়িগঙ্গায় ঝাঁপ ব্যক্তির

ওই ব্যক্তির পরিচয় জানতে খোঁজখবর শুরু করেছে পুলিশ। তিনি কোথা থেকে এসেছিলেন, তাঁর নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

প্রতীকী ছবি।

মাঝ মুড়িগঙ্গায় ভেসেল থেকে ঝাঁপ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির। শনিবার রাতে কাকদ্বীপ থেকে গঙ্গাসাগরের দিকে যাচ্ছিল একটি ভেসেল যাচ্ছিল। সেই সময় হঠাৎ একজন যাত্রী ভেসেল থেকে লাফ দেন। রাতভর খোঁজাখুঁজির পরেও ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। রবিবার সকাল থেকে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশি শুরু করেছে। কিন্তু তা সত্ত্বেও ওই ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি।

ওই ব্যক্তির পরিচয় জানতে খোঁজখবর শুরু করেছে পুলিশ। তিনি কোথা থেকে এসেছিলেন, তাঁর নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। তিনি কোথায় যাচ্ছিলেন তা ও স্পষ্ট নয়। আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে তথ্য জোগাড়ের চেষ্টা করছে পুলিশ। ভেসেলে কোনও যাত্রীর সঙ্গে তিনি কথা বলেছিলেন কি না তা জানার চেষ্টা করা হচ্ছে। ওই ভেসে‍লের যাত্রীদের তালিকা ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

জানা গিয়েছে, শনিবার রাতে হঠাৎ ভেসেলে ঝুপ করে একটি আওয়াজ শোনা যায়। সেই সময় মাঝ মুড়িগঙ্গায় ভেসেল। প্রত্যক্ষদর্শীদের মধ্যে অনেকে জানিয়েছেন, হঠাৎ এক ব্যক্তিকে নদীতে ঝাঁপ দিতে দেখেন তাঁরা। এই নিয়ে ভেসের যাত্রী ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে তাঁরা খোঁজ শুরু করে। পুলিশকেও খবর দেওয়া হয়। কিন্তু শনিবারের পর রবিবারও তাঁর খোঁজ মেলেনি।

Advertisement

Advertisement