• facebook
  • twitter
Thursday, 14 August, 2025

ভুয়ো আইপিএস পরিচয় দিয়ে বিয়ে তরুণীকে

একাধিক ক্ষেত্রে ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণা, এমনকি ভুয়ো পরিচয় দিয়ে এক তরুণীকে বিয়ে পর্যন্ত করেছিলেন মালদহের বাসিন্দা হৃদয় দেব বসাক।

এবার তাঁর পর্দাফাঁস করেছেন সদ্য বিবাহিত স্ত্রী। জানা গিয়েছে, সামাজিক মাধ্যমে আলাপের প্রায় দু’মাস পর হৃদয় দেব বসাককে বিয়ে করেছিলেন তরুণী শম্পা দাস। তরুণীর কাছে নিজেকে আইপিএস বলে দাবি করেছিলেন হৃদয়। ভুয়ো আইকার্ডও দেখিয়েছিলেন। তারপর কেটে গিয়েছে ছয় মাস। বিয়ের পর রায়গঞ্জ শহরের বীরনগর এলাকায় তাঁরা থাকতেন।

কিন্তু আইপিএস স্বামী বাড়ি থেকে বিশেষ বের হন না। তাই দেখেই স্ত্রী শম্পার প্রথম সন্দেহ হয়েছিল। বুধবার এই নিয়ে স্বামী হৃদয়কে প্রশ্ন করেছিলেন তিনি। তারপর থেকেই শুরু অশান্তি। তাঁকে মারধর করার পাশাপাশি দেওয়ালে মাথা ঠুকে দেওয়া হয়েছিল। এমনকি তাঁর গলা পর্যন্ত টিপে ধরেছিলেন হৃদয়। এরপরই তাঁর বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। বর্তমানে আহত তরুণী রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন।

অন্যদিকে, ভুয়ো পরিচয়ে বিয়ে করার অভিযোগে হৃদয় দেব বসাককে গ্রেপ্তারির পর তাঁর বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ উঠে এসেছে। বহুদিন ধরেই তিনি বিভিন্ন রকম প্রতারণার সঙ্গে যুক্ত। কেবল ভুয়ো আইপিএস পরিচয় নয়, বিভিন্ন ক্ষেত্রে আবগারি দপ্তর ও ফুড সাপ্লাই দপ্তরের বড় অফিসারের ভুয়ো পরিচয় দিয়ে তিনি প্রতারণা করেছেন।

এছাড়াও সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগও এনেছেন বেশ কিছু প্রতারক। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার জানিয়েছেন, হৃদয় দেব বসাকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্ত্রীকে প্রতারণা ও মারধরের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হলেও অন্য অভিযোগগুলি নিয়েও পরবর্তীতে জেরা করা হবে।