• facebook
  • twitter
Thursday, 20 March, 2025

মালদহে জোড়া পথ দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ মালদহের ৫১২ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া গতির একটি গাড়ি গাড়ি ধাক্কা দেয় টোটোকে।

প্রতীকী ছবি

মালদহে জোড়া পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। গুরুতর আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ মালদহের ৫১২ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া গতির একটি গাড়ি টোটোকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো চালক সহ-৩ জনের। আহত ব্যক্তিকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় মৃতদের নাম ললিত ভুঁইমালি (৬০), আলতাফ হোসেন (৪২), শামসুদ্দিন শেখ (৬০)। আহত ব্যক্তির নাম নিজামুদ্দিন শেখ। এদিন ভোরে তাঁরা বাড়ি থেকে মাছ ও সবজি নিয়ে বিক্রি করার জন্য স্থানীয় বাজারে যাচ্ছিলেন। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। চারজনকেই গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানকার চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় একজনকে স্থানান্তরিত করা হয় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কোন গাড়ি টোটোকে ধাক্কা মেরেছে, তা এখনও জানা যায়নি। ওই গাড়িটির খোঁজ চালাচ্ছে গাজোল থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে মালদহে আরও একটি দুর্ঘটনা ঘটে। পুরাতন মালদহের নারায়ণপু্রে ১২ নম্বর জাতীয় সড়কে একটি পাথর বোঝাই লরি ধাক্কা দেয় একটি মাটি কাটার গাড়িকে। এর জেরে গুরুতর আহত হন মাটির কাটার গাড়ির চালক ও খালাসি। এরপর লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে কিছু দূরে থাকা একটি গাড়ির শো-রুমে। লরির ধাক্কায় মৃত্যু হয় ওই শো-রুমের নিরাপত্তারক্ষীর। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম নুরুল শেখ (৫৪)। তাঁর বাড়ি জলঙ্গা গ্রামে। আহত হয়েছেন লরির চালকও। মাটি কাটার গাড়ির চালক, খালাসি এবং লরির চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কী কারণে লরিটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখা হচ্ছে।