স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে শুক্রবার শহর বর্ধমানে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বাম গণ সংগঠনের সদস্যরা। এদিন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন সংস্থার বর্ধমান শহরের ৪ নম্বর সেক্টর অফিসের সামনে চলে বিক্ষোভ আন্দোলন। ‘প্রিপেড স্মার্ট মিটার’ বাড়ি বাড়ি বসানোর বিরুদ্ধে সিআইটিইউ, পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি সহ বামপন্থী গণসংগঠনগুলির ডাকে বর্ধমান শহর-২ এরিয়ার পক্ষ থেকে এক ডেপুটেশনের কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
ডেপুটেশনের দাবিগুলির মধ্যে প্রিপ্রেড স্মার্ট মিটারের তীব্র বিরোধিতা করা হয়। বলা হয় এর মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থার বেসরকারিকরণ করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ ষড়যন্ত্র চলছে। বিদ্যুৎ ব্যবস্থার বেসরকারিকরণের এই চক্রান্তকে বন্ধ করার ডাক দেওয়া হয়। দাবি, প্রিপেড স্মার্ট মিটারের মাধ্যমে বিদ্যুৎ পরিষেবায় সরকারের ভর্তুকি নীতি তুলে দেওয়া চলবে না। একই সঙ্গে প্রিপেইড বসানোর ক্ষেত্রে অনিচ্ছুক গ্রাহকদের আবেদন গ্রহণ করতে হবে। কখনোই বাধ্যতামূলক করা চলবে না।
Advertisement
এই ডেপুটেশন কর্মসূচিতে বক্তব্য রাখেন সিটুর পক্ষে প্রলয় আইচ, অঞ্জন বিশ্বাস, বস্তি উন্নয়ন সমিতির পক্ষে চন্দন ভট্টাচার্য, বিদ্যুৎ ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষে কমরেড চক্রবর্তী। প্রতিনিধিত্বমূলক ডেপুটেশনে যান বস্তি উন্নয়ন সমিতির জেলা সম্পাদক অরিন্দম মৌলিক, সিআইটিইউ নেতা সঞ্জয় মৃধা, বিদ্যুৎ ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষে স্বপন চক্রবর্তী, জগন্নাথ বসু ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষে শ্রাবণী মল্লিক।
Advertisement
Advertisement



