৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আরও একবার পরিবেশকে রক্ষা করার দায়িত্বে ব্রতী হলেন অনেকে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই দিন বহু মানুষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। পথচলতি মানুষদের গাছের চারা তুলে দিল ছোট্ট শিশু। ১০০ টি গাছ লাগিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন নদিয়ার কল্যাণীর তৃণমূল যুব কংগ্রেসের।
বৃহস্পতিবার সকালে কল্যাণী সেন্ট্রাল পার্কের বিভিন্ন জায়গায় ১০০টি গাছ লাগালেন কল্যাণী শহর তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। পাশাপাশি একটি ছোট্ট শিশু, যার নাম দেবশ্রী রায়, সে পথচলতি মানুষদের হাতে তুলে দিল ৫০টি গাছের চারা।
‘গাছ লাগান প্রাণ বাঁচান’। পরিবেশকে সুন্দর রাখার দায়িত্ব বিশ্ববাসীর। তাই প্রতি বছর ৫ জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এই বিশেষ দিনটি পালনের মূল উদ্দেশ্য পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কল্যাণী শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ হালদার বলেন, ‘কল্যাণী সবুজ শহর। তাই শহরটিকে আরও সবুজ করার লক্ষ্যে আমরা ১০০টি গাছ লাগিয়েছি আর ৫০ টি গাছের চারা বিতরণ করা হয়েছে। আজকের দিনে মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে, যাতে মানুষ গাছ লাগায়। এই বিশেষ দিনটি পরিবেশ নিয়ে বিশেষ বার্তা দেওয়ার একটি দিন। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার একটি দিন।’