আকাশে বাতাসে সাদা মেঘের ভেলা ঘুরে বেড়াচ্ছে, যা আভাস দেয় দেবী দুর্গার আগমনের। নদিয়ার কল্যাণীতে এই মুহূর্তে একাধিক পুজো মণ্ডপ উদ্বোধন করা হয়ে গেলেও মা দুর্গার বোধন হয়েছে শনিবার, ষষ্ঠীর সকালে। তবে এই কয়েকদিনে যে মানুষেরা পুজোর আমেজ থেকে বঞ্চিত থাকেন, তাঁদের মুখেই হাসি ফোটাতে এবার বৃদ্ধাশ্রমে পৌঁছলেন রানাঘাট পুলিশ জেলার কল্যাণী থানার পুলিশ অফিসাররা। কল্যাণীর বড় মণ্ডপগুলি প্রবীণদের পরিদর্শন করালেন তাঁরা।
শনিবার ৩০ জন প্রবীণদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করে কল্যাণী থানার পুলিশ। সেই বাসে করে কল্যাণীর আইটিআই মোড় লুমিনাস ক্লাব, এ-৯ স্কোয়ার পার্ক সহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করানো হয় প্রবীণদের। রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশীষ মৌর্যের সহযোগিতায় কল্যাণী থানার আইসি দেবাশীষ পণ্ডার উদ্যোগে প্রবীণদের পুজো পরিক্রমা সম্ভব হয়েছে, এমনটাই জানান প্রবীণরা। কল্যাণীর বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে খুশি প্রবীণরা। তাঁদের বক্তব্য, কল্যাণী থানার পুলিশদের এই উদ্যোগ প্রশংসনীয়।
Advertisement
Advertisement
Advertisement



