• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ক্যানিংয়ে মৃত্যু মানবাধিকার কর্মীর

ক্যানিংয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হল এক মানবাধিকার কর্মীর। মৃতের নাম মানিক। ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে।

ক্যানিংয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হল এক মানবাধিকার কর্মীর। মৃতের নাম মানিক। ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে।

মৃতের পরিবার সূত্রে খবর, পেশায় মানবাধিকার কর্মী মানিকের কাছে বেশ কিছু টাকা ধার নিয়েছিল পরিচিত এক যুবক রাজেশ রায়চৌধুরী। বুধবার রাজেশ এবং এক মহিলার সঙ্গে দেখা করেন তিনি। তারপর রাতে বাড়ি ফেরার পথে ট্রেনে অসুস্থ হয়ে যান মানিক। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ওই মানবাধিকার কর্মীকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

মানিকের মৃত্যুর খবর পেতেই হাসপাতালে যান তাঁর আত্মীয়েরা। সেখানেই মারধর করা হয় রাজেশকে। ঘটনার পরেই রাজেশকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে খোঁজ চলছে মহিলার। পরিবারের অভিযোগ, পাওনা টাকা চাওয়াতেই খুন করা হয় মানিককে। যদিও মৃতের ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট হবে না বলেই জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা।

Advertisement

Advertisement