• facebook
  • twitter
Tuesday, 15 July, 2025

গৃহবধূকে ধর্ষণ করে খুনের চেষ্টা, জয়নগরে ধৃত মহিলার প্রেমিক

রবিবার মহিলাকে নিয়ে গিয়ে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের জাঙ্গালিয়া গ্রামে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ধর্ষণ করে খুনের চেষ্টা করা হয় বলে জানা গিয়েছে।

প্রতীকী চিত্র।

জয়নগরে গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল তার প্রেমিকের বিরুদ্ধে। ধৃতের নাম সাব্বির শেখ। রবিবার মহিলাকে নিয়ে গিয়ে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের জাঙ্গালিয়া গ্রামে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ধর্ষণ করে খুনের চেষ্টা করা হয় বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, স্থানীয় বাসিন্দারা এক মহিলার আওয়াজ শুনতে পান। কাছে গিয়ে দেখেন অর্ধনগ্ন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক মহিলা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তবে অবস্থার অবনতি হলে পরে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয় নির্যাতিতা মহিলাকে।

সূত্রের খবর, মহিলা মগরাহাটের বাসিন্দা। দীর্ঘদিন ধরে ধৃত সাব্বিরের সঙ্গে যোগ ছিল তাঁর। তবে মহিলাকে জোর করে বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল, নাকি তিনি নিজের ইচ্ছাতেই সাব্বিরের সঙ্গে দেখা করতে এসেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা ধৃতকে জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ।