এক অন্তঃসত্ত্বা তরুণীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকার ঘটনা। মৃতের নাম আরবিনা খাতুন। তাঁর বাপেরবাড়ির লোকেদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আরবিনার উপর অত্যাচার চালাচ্ছিলেন। মেয়েকে শ্বাসরোধ করে ‘খুন’ করা হয়েছে বলে দাবি করেছেন তাঁরা। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের হদিশ মিলছে না।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দেড়েক আগে খাকুরদহ গ্রাম পঞ্চায়েতের জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা আরবিনার সঙ্গে জয়নগর থানার দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েতের নুরুলাপুর এলাকার বাসিন্দা আজিম সর্দারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আরবিনার উপর অত্যাচার শুরু হয়। দাবিমতো বাপেরবাড়ি থেকে টাকা এনে দিলেও অত্যাচার কমেনি। আরবিনার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, টাকা না পেলে মেয়েকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল শ্বশুরবাড়ির লোকজন।
Advertisement
এরই মধ্যে জানা যায়, আরবিনা অন্তঃসত্ত্বা। অভিযোগ, তারপরেও শারীরিক ও মানসিক অত্যাচার চলছিল বলে অভিযোগ। রবিবার সকালে শ্বশুরবাড়িতেই ওই তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে বাপেরবাড়ির লোকজন সেখানে যান। জয়নগর থানা পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। মৃতের শ্বশুরবাড়ির সদস্যদের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।
Advertisement
Advertisement



