সাতসকালে বাড়ি লাগোয়া জঙ্গল থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল।বাঁকুড়ার বিষ্ণুপুর থানার ভূয়াবাড়ি সংলগ্ন এলাকার ঘটনা। মৃত ব্যক্তির নাম বৈদ্যনাথ মুর্মু। বয়স আনুমানিক ৪৫ বছর। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ব্যক্তি মানসিক অবসাদগ্রস্ত ছিলেন। সেই কারণেই আত্মহত্যা নাকি ওই ব্যক্তিকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তা তদন্ত করে দেখছে বিষ্ণুপুর থানার পুলিশ। মৃতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকেরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বৈদ্যনাথ ঘুম থেকে উঠে বাড়ির বাইরে গিয়েছিলেন। দীর্ঘক্ষণ পরেও তিনি বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। এরপর জানা যায়, গ্রামের পাশেই যে জঙ্গল রয়েছে সেখানে একটি গাছের ডাল থেকে ঝুলছে বৈদ্যনাথের দেহ। দ্রুত দেখানে যান পরিবারের লোকজন। বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের দাবি, বৈদ্যনাথের মানসিক সমস্যা ছিল। বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
Advertisement
Advertisement



