সাতসকালে ফাঁকা জমিতে যুবকের অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি বীরভূমের সিউড়ির। মৃতের নিম্নাঙ্গে কোনও বস্ত্র ছিল না। মাথা-মুখ ছিল থ্যাঁতলানো। স্থানীয়দের দাবি, বাইরে থেকে খুন করে এনে ওই এলাকায় দেহ ফেলা হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সোমবারের এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সিউড়ি থানার পুলিশ মৃতদেহের পাশ থেকে একজোড়া হাওয়াই চটি ও কালো প্লাস্টিক উদ্ধার করেছে। সেগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। সোমবার সকাল ৭টা নাগাদ সিউড়ির নুরাইপাড়া এলাকার সুকান্তপল্লিতে কাজ করতে গিয়ে পুরসভার কর্মীরা দেখেন, ফাঁকা জমিতে পড়ে রয়েছে এক যুবকের মৃতদেহ। তাঁরাই পুলিশের খবর দেন।
Advertisement
পুরসভার কর্মী তথা স্থানীয় বাসিন্দা কুসুম বিবি বলেন, ‘কাজ করতে এসে দেখলাম একটা লাশ পড়ে আছে। শরীরের নীচের দিকে কিছু ছিল না। উপরে একটা গেঞ্জি ছিল। মাথা, মুখে এমনভাবে আঘাত করা হয়েছে যে চেনা যাচ্ছিল না। মনে হচ্ছে, এটা খুন।’ এলাকাবাসী দাবি, মৃত যুবক এলাকার বাসিন্দা নন। তাঁকে কেউ কখনও দেখেননি।
Advertisement
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের বয়স আনুমানিক ৩৫। কী কারণে, কে বা কারা এমন নৃশংসভাবে যুবককে অর্ধনগ্ন করে খুন করল, সে বিষয়ে অন্ধকারে পুলিশ। মৃতের নাম, পরিচয় জানার চেষ্টায় তদন্তকারীরা। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন সিউড়ি থানার তদন্তকারী আধিকারিকেরা।
‘
Advertisement



