• facebook
  • twitter
Thursday, 14 August, 2025

মেদিনীপুরের সুপার মার্কেটে অগ্নিকাণ্ড

শনিবার সকাল ৯টা নাগাদ বহুতলের ওই সুপার মার্কেট থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এর ফলে বহুতলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়।

সাতসকালে অগ্নিকাণ্ড মেদিনীপুরে। শহরের একটি বহুতলে থাকা সুপার মার্কেটে শনিবার সকালে আগুন লেগে যায়। প্রথমে দোকানের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন তাঁরা। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তের পর জানা যাচ্ছে, শর্টসার্কিট থেকে এসিতে আগুন লাগে। সেখান থেকেই দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকাল ৯টা নাগাদ বহুতলের ওই সুপার মার্কেট থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এর ফলে বহুতলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। অনেকে ভয়ে ফ্ল্যাট ছেড়ে বাইরে চলে আসেন। বাজারের কর্মীরা আগুন নেভাতে পারেননি। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে গিয়েছিলেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী এবং ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু।

সৌরভ বলেন, ‘যে এলাকায় আগুন ধরেছে, সেটি দু’টি ওয়ার্ডের সংলগ্ন জায়গা। তাই আমরা দুই কাউন্সিলরই এসেছি। দমকলকে খবর দেওয়া হয়েছিল। তার আগে স্থানীয় বাসিন্দারা এবং সুপার মার্কেটের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছিলেন। পরে দমকলের কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।’

এদিকে আগুন লাগানোর পরই নড়েচড়ে বসে মেদিনীপুর পুরসভা। শহরের সমস্ত শপিং মলগুলিতে অভিযান চালান পুরপ্রধান সৌমেন খান, বেশ কয়েকজন কাউন্সিলর সহ পুরসভার বিদ্যুৎ ও দমকল বিভাগের আধিকারিক ও কর্মীরা। পুরপ্রধান বলেন, ‘প্রতিদিন কয়েক হাজার মানুষ এই শপিং মলগুলিতে আসেন। যাতে কোন দুর্ঘটনা না ঘটে, সেই কারণেই আগেভাগে খতিয়ে দেখা হচ্ছে অগ্নিনির্বাপণ ব্যবস্থা। যাদের দমকলের লাইসেন্স নেই, তাদের সাত দিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে লাইসেন্স জোগাড় না করলে আইনি পদক্ষেপ করা হবে।

News Hub