• facebook
  • twitter
Monday, 16 June, 2025

সিউড়িতে বিস্ফোরণ, আটক ২

বাড়ির মালিকের নাম গোলাম মোর্তাজা। যে বাড়িতে বিস্ফোরণ হয়েছিল সেখানে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা থাকতেন না। আশপাশের এলাকায় থাকতেন।

প্রতীকী চিত্র

মাঝরাতে বিস্ফোরণে কেপে উঠল সিউড়ির গ্রাম। বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা অনেকটাই ছিল। জানা যায়, সিউড়ি থানার কুখুডিহি গ্রামে পশ্চিম পাড়ার একটি মাটির বাড়িতে বিস্ফোরণ হয়। প্রাথমিক অনুমান, মাটির ঘরে বোমা মজুত রাখা ছিল। এর জেরেই মাঝরাতে বিস্ফোরণ হয়। এই ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
বাড়ির মালিকের নাম গোলাম মোর্তাজা। যে বাড়িতে বিস্ফোরণ হয়েছিল সেখানে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা থাকতেন না। আশপাশের এলাকায় থাকতেন। তিনি সাঁইথিয়ার এক বালিঘাটে কাজ করেন। তাঁর চাষের জমিও রয়েছে। পাশাপাশি ট্রাক্টর ও টোটোও রয়েছে তাঁর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার রাত দেড়টা নাগাদ এলাকায় বিকট শব্দ শোনা যায়। কেঁপে ওঠে চারপাশ। পরে জানা যায়, গোলাম মোর্তাজার মাটির পরিত্যক্ত বাড়িটিতে বিস্ফোরণ হয়েছে। এলাকাবাসীদের প্রাথমিক অনুমান, ওই বাড়িটিতে বোমা মজুত করা হচ্ছিল। বিস্ফোরণের জেরে বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে।  যদিও অঞ্চল তৃণমূলের আহ্বায়ক মুদাসর হুসেন খান জানিয়েছেন, গোলাম মোর্তাজা এলাকার ভালো মানুষ হিসেবেই পরিচিত। তিনি বোমা মজুত করতে পারেন বলে বিশ্বাস হচ্ছে না মুদাসরের।
অন্যদিকে, গত কয়েকদিন ধরেই সাঁইথিয়ার হাতোড়া গ্রাম পঞ্চায়েতের ছোটো সিজা গ্রামে বোমা উদ্ধার হচ্ছে। এর সঙ্গে কুখুডিহি গ্রামের বিস্ফোরণের সম্পর্ক আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। এ দিনের বিস্ফোরণের খবর পেয়ে এলাকায় বিশাল পুলিশ বাহিনী এসে হাজির হয়। পুলিশ এসে এই ঘটনায় দুই জনকে আটক করেছে। তবে বাড়ির মালিক গোলাম মোর্তাজা পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।