আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে প্রাণ হারিয়েছেন নদিয়ার কল্যাণী এলাকার সত্তর বছরের এক বৃদ্ধ। বাগানে কাজ করতে করতে হঠাৎ করেই চোখের সামনে আম গাছ দেখে আম পাড়ার ইচ্ছে হয় তাঁর। বয়সের কথা ভুলেই গিয়েছিলেন তিনি। গাছে উঠে আম পাড়ার চেষ্টা করতে গিয়ে নিমেষের মধ্যে গাছ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। আমবাগানের মালিকের কথায়, এই ঘটনা নিছকই দুর্ঘটনা। পরিবারও কোনও অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ জানায়নি।
মৃত বৃদ্ধ কল্যাণী পুরসভার ঘোষপাড়া এলাকার বাসিন্দা। বাগান পরিচর্যার কাজ করতেন তিনি। প্রতিদিনের মতো শুক্রবার ভোরেও কাজে বের হন। বাগানে গিয়ে অন্য গাছ পরিচর্যার ফাঁকে তাঁর মনে হয়, আম গাছে উঠে আম পাড়ার কথা। যেমন ভাবা তেমন কাজ। গাছে ওঠার পর মুহূর্তের মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। সোজা নীচে এসে পড়েন। বাগানের মালিক বাড়ির ভিতরে ছিলেন। ভারী কোনও কিছু পড়ার শব্দে তিনি বাইরে ছুটে এসে দেখেন গাছের নীচে পড়ে রয়েছেন বছর সত্তরের ওই বৃদ্ধ। চারপাশ রক্তে ভেসে যাচ্ছে।
ওই বৃদ্ধকে উদ্ধার করে দ্রুত কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদস্যরা হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন। এই দুর্ঘটনা মেনে নিতে পারছেন না তাঁর মেয়ে এবং নাতনি। এটিকে দুর্ঘটনা বলেই দাবি করেছে পরিবার। পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখতে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে।