• facebook
  • twitter
Monday, 21 April, 2025

জিবিএস নিয়ে আগাম সতর্কতা বর্ধমান মেডিক্যালে

জিবিএস নিয়ে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে দীর্ঘ সময় ভার্চুয়াল বৈঠক করেন বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

ফাইল চিত্র

জেলায় জিবিএস (গুলেন বারি) নিয়ে সব রকমের ব্যাবস্থা নেওয়া হলো বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নির্দেশে সব রকমের পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে। যাতে ওই রোগে আক্রান্ত কোন রোগী এলে তার তড়িঘড়ি চিকিৎসা শুরু হতে পারে। একই সঙ্গে সর্তকতা অবলম্বন করা হয়েছে হাসপাতাল জুড়ে। বিশেষ করে ওই রোগের উপসর্গ থাকলে তাকে চিহ্নিত করার কথাও বলা হয়েছে।

এর আগে জিবিএস নিয়ে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে দীর্ঘ সময় ভার্চুয়াল বৈঠক করেন বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। সমস্ত পরিকাঠামো নিয়ে আলোচনা হয়েছে। কোন রোগী এলে তার যাতে অতি দ্রুত চিকিৎসা শুরু করা যায় তার জন্য সিসিইউ এবং শিশু বিভাগে সব রকমের ব্যাবস্থা করা হলো।

এছাড়াও শিশু ওয়ার্ডে নজরদারি রাখা হচ্ছে। কোন শিশুর হাত পা ঝিমঝিম করার মতো ঘটনা ঘটলেই স্নায়ু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আনার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে বুধবার পর্যন্ত জিবিএস এর উপসর্গ নিয়ে কোন রোগী বা শিশু বর্ধমান হাসপাতালে ভর্তি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, এখানকার শিশু বিভাগে দুটি সিসিইউতে আসন সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। যা পরিকাঠামো আছে তাতে অতি দ্রুত চিকিৎসা চালু করা যাবে। ওষুধ সহ যাবতীয় সরঞ্জাম মজুত রাখা আছে। যাতে কোন অসুবিধা না হয়। সুপার জানিয়ে দেন ওই রোগের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি।