• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

সাপের কামড়ে কিশোরের মৃত্যু

বাবলাবোনা গ্রামে কয়েকজন জন বন্ধুকে নিয়ে সে গ্রামেরই একটি রাস্তার পাশে কলা গাছের নিচে বসে মোবাইল ফোনে গেম খেলছিল।

প্রতীকী ছবি।

বন্ধুদের সঙ্গে খেলছিল ভিডিও গেম। খেলায় এমনই ব্যস্ত যে সাপে কামড়েছে তা খেয়ালই করল না বছর তেরোর এক কিশোর। এর জেরে সঠিক সময়ে চিকিৎসার অভাবে শুক্রবার মৃত্যু হয়েছে তার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগর থানার বাবলাবোনা গ্রামে।

মৃত কিশোরের নাম মোমিন শেখ। শুক্রবার বাবলাবোনা গ্রামে কয়েকজন জন বন্ধুকে নিয়ে সে গ্রামেরই একটি রাস্তার পাশে কলা গাছের নিচে বসে মোবাইল ফোনে গেম খেলছিল। সেই সময় ঝোপ থেকে বের হয়ে একটি বিষধর সাপ তাকে কামড়ে থাকতে পারে বলে মনে করছেন বন্ধুরা। তাদের দাবি, কামড়ের ওই স্থানে কিছুক্ষণ হাত বুলিয়ে সে আবার গেম খেলতে শুরু করে। ওই অবস্থায় ৪–৫ ঘণ্টা গেম খেলে সে। এরপর মোমিন অসুস্থ হয়ে পড়লে বাড়িতে চলে আসে। তার পায়ে অসহ্য জ্বালা করছিল। কিছুক্ষণ পরেই সে অজ্ঞান হয়ে পড়ে এবং তার মুখ থেকে ফেনা বের হতে থাকে। সেই অবস্থায় তাঁকে রানিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

Advertisement

Advertisement