• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক! অভিমানে চরম পদক্ষেপ মেয়ের

মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক, অভিমানে আত্মঘাতী মেয়ে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার রাতে নদিয়ার শান্তিপুরের সূত্রাগড় এলাকায়।

মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক, অভিমানে আত্মঘাতী মেয়ে। মৃতার নাম অর্পিতা মজুমদার (১৭)। এই ঘটনায় মা ও মায়ের প্রেমিকের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অর্পিতার পরিবার। ঘটনাটি ঘটেছে, শুক্রবার রাতে নদিয়ার শান্তিপুরের সূত্রাগড় এলাকায়।

পরিবার সূত্রে খবর, অর্পিতা একাদশ শ্রেণির ছাত্রী। অর্পিতার মায়ের নাম রূপা মজুমদার। বাবার নাম বিপুল মজুমদার। কয়েক মাস আগে উত্তর ২৪ পরগণার বনগাঁ নিবাসী এক ব্যক্তির সঙ্গে আলাপ হয় রূপার। ধীরে ধীরে ওই ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে অর্পিতার মায়ের। এরপর ওই ব্যক্তির সঙ্গে পালিয়ে যায় রূপা, এমনটাই অভিযোগ।

অর্পিতার বাবা স্ত্রীকে ফিরিয়ে আনার বহু চেষ্টা করেন। রূপা ফিরে এলেও ফের প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। মৃতার পরিবারের দাবি, এই ঘটনাটি মেনে নিতে পারেনি মেয়ে। মা চলে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে অর্পিতা। এদিন নিজের ঘরে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে অর্পিতা।

মৃতা ছাত্রীর বাবা বিপুল মজুমদার বলেন, শনিবার সকালে কাজ থেকে বাড়ি ফেরার পর মেয়েকে ডাকতে যাই। অনেক ডাকাডাকির পর মেয়ে দরজা না খোলায় প্রতিবেশীরা ছুটে আসেন। দরজা ভেঙে দেখি, মেয়ে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মেয়েটিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।