• facebook
  • twitter
Monday, 10 November, 2025

পুরসভায় হিরণের গরহাজিরা নিয়ে বিতর্ক

গত ৯ মাসে দশটিরও বেশি বোর্ড অফ কাউন্সিলর্সের মিটিং হয়েছে খড়গপুর পুরসভায়। কোনও মিটিংয়েই হাজির ছিলেন না হিরণ।

ফাইল চিত্র

২০১৪ লোকসভা নির্বাচনের পর গত ৯ মাসে দশটিরও বেশি বোর্ড অফ কাউন্সিলর্সের মিটিং হয়েছে খড়গপুর পুরসভায়। এর কোন মিটিংয়েই হাজির ছিলেন না খড়্গপুরের ৩৩ নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তথা খড়গপুর সদরের বিধায়ক হিরণ্ময় ওরফে হিরণ চট্টোপাধ্যায়। ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলরের এই দীর্ঘ গরহাজিরা নিয়ে বিতর্ক দানা বেধেছে খড়গপুর পুরসভার কাউন্সিলরদের মধ্যে।

খড়গপুর পুরসভার দীর্ঘ সতেরো বছরের পুর প্রধান থাকা বর্ষিয়ান রাজনৈতিক নেতৃত্ব রবিশঙ্কর পান্ডে বলেন, মিউনিসিপাল রুল অনুযায়ী পরপর তিনটি বোর্ড মিটিংয়ে কোনো কাউন্সিলর গরহাজির থাকলে পুরপ্রধান সেই কাউন্সিলারের কৈফিয়ত তলব করতে পারেন। সঠিক ব্যাখ্যা না পেলে বোর্ড অফ কাউন্সিলরদের তরফে মহকুমা শাসককে ওই কাউন্সিলারের কাউন্সিলর পদ বাতিল করার জন্য আবেদন করতে পারেন।

পুরসভা প্রশাসনের তরফে জানা গিয়েছে পঞ্চায়েতের নিয়মের সঙ্গে অনেকে পুরসভার নিয়ম গুলিয়ে ফেলেন। আপাতদৃষ্টিতে কোনো কাউন্সিলর বোর্ড অফ কাউন্সিলরের মিটিংয়ে গরহাজির থাকলে তার কাউন্সিলর পদ বাতিল করার জন্য মিউনিসিপাল রুলে কোনো প্রণিধান নেই। লোকসভা নির্বাচনের পর থেকে খড়গপুর পুরসভায় দশটির মতন বোর্ড অফ কাউন্সিলরের মিটিং হয়েছে। এর কোনটিতেই ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিরণ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন না।

পুরপ্রধান কল্যাণী ঘোষ বলেন, বোর্ড অফ কাউন্সিলর্সের মিটিংয়ে এই ধরনের কোন প্রস্তাব আলোচিত হয়নি। সুতরাং প্রস্তাব গৃহীত হয়ে হিরণের কাউন্সিলার পদ বাতিলের জন্য খড়্গপুরের মহকুমা শাসকের কাছে পাঠানোর প্রশ্ন ওঠেনি।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রদীপ সরকারকে হারিয়ে জয়ী হন হিরণ চট্টোপাধ্যায়। এক বছর পরেই পুরসভার নির্বাচনে তিনি ৩৩ নং ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। দীর্ঘদিনের কাউন্সিলর জহরলাল পালকে হারিয়ে তিনি কাউন্সিলর নির্বাচিত হন। কিন্তু দীর্ঘ সময় ধরে কাউন্সিলর খড়্গপুরে না থাকায় ছোটখাটো সমস্যা নিয়ে মুশকিলে পড়ছেন ৩৩ নং ওয়ার্ডের বাসিন্দারা। কিন্তু এই মুহূর্তে কাউন্সিলর পদ বাতিলের প্রশ্ন তুলে হিরJকে শহীদের মর্যাদা দিতে রাজি নয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। প্রতিক্রিয়া জানতে ফোনে হিরণের সঙ্গে যোগাযোগ করা যায়নি।