• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শিলিগুড়িতে টোটোর দাপাদাপি, প্রতিবাদে সিটি অটো বন্ধ

যাত্রীরা জানিয়েছেন, শনিবার দুপুরে হঠাৎ করেই অটো চালকরা সব যাত্রীদের নেমে যেতে বলেন। এর পরই মাল্লাগুড়ি অটো স্ট্যান্ডে অটো দাঁড় করিয়ে দেন চালকরা।

ফাইল ছবি

শহরজুড়ে টোটো চালকদের দাপাদাপির অভিযোগ। এর প্রতিবাদে শনিবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য অটো পরিষেবা বন্ধ করে ধর্মঘটে শামিল হয়েছেন শিলিগুড়ি সিটি অটোচালকরা। এর জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।

যাত্রীরা জানিয়েছেন, শনিবার দুপুরে হঠাৎ করেই অটো চালকরা সব যাত্রীদের নেমে যেতে বলেন। এর পরই মাল্লাগুড়ি অটো স্ট্যান্ডে অটো দাঁড় করিয়ে দেন চালকরা। অপরদিকে শিলিগুড়ি কোর্ট মোড়ের কাছে অটো স্ট্যান্ডেও অটো দাঁড় করিয়ে রাখেন চালকরা। অটো চালকদের অভিযোগ, পুলিশ-প্রশাসনের তরফে টোটোগুলির নির্দিষ্ট রুট ঠিক করে দেওয়া হয়েছে। কিন্তু সেই নিয়ম মানছেন না টোটোচালকরা। সেই কারণে প্রশাসনের তরফে টোটোচালকদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অটো চালকরা। সেই ব্যবস্থা কার্যকর না হওয়া পর্যন্ত অটো চলাচল বন্ধ থাকবে।

Advertisement

সিটি অটোচালক ইউনিয়নের তরফে জানানো হয়েছে, টোটোগুলি আইন না মেনে যেখান সেখান থেকে যাত্রী তোলে ও নামায়। নির্দিষ্ট রুট মানা হয় না। সেই কারণে অটো চালকরা যাত্রী পাচ্ছে না। এরই প্রতিবাদে আন্দোলনে নেমেছেন অটো চালকরা। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সিটি অটো চালানো থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

এ বিষয়ে শিলিগুড়ি কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুর জানিয়েছেন, টোটোচালকদের জন্য নির্দিষ্ট রুট করে দেওয়া হয়েছে। প্রতিটি টোটোতে কিউআর কোডও লাগিয়ে দেওয়া হয়েছে। সকল টোটোচালককে নিয়ম মেনেই চলাচল করতে হবে। তবে সিটি অটোর সংগঠনের তরফে এখনও কোনও অভিযোগ জানানো হয়নি। অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Advertisement