ভরদুপুরে মেদিনীপুর শহরে বাসে ছিনতাইয়ের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। যদিও যে ব্যক্তির ব্যাগ ছিনতাই হয়েছে, তিনি অভিযোগ না জানানোয় ধোঁয়াশা তৈরি হয়েছে। অভিযোগ, শুক্রবার দুপুরে মেদিনীপুর থেকে গোপীবল্লভপুরগামী একটি বাস মহতাবপুরে আসতেই মোটরবাইক আরোহী পাঁচ দুষ্কৃতী বাসটিকে আটকায়। এরপর তাঁরা এক যাত্রীর ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায়। পালানোর সময় বন্দুক উঁচিয়ে আশপাশের লোকজনকে ভয় দেখায়। কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানও ঘটনাস্থলে যান। তিনি বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের থেকে পুরো ঘটনাটিই শুনেছি। মেদিনীপুর শহরে এই ধরনের ঘটনা আগে ঘটেনি। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন শহরবাসী। এই ঘটনা ঘিরে মেদিনীপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।’ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাসটিকে চিহ্নিত করেছে পুলিশ। বাসের মালিক ও চালক ছিনতাইয়ের অভিযোগ মানতে চাননি। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অন্য যাত্রীদের সঙ্গেও কথা বলা হবে।