• facebook
  • twitter
Thursday, 12 June, 2025

বিয়ে বাড়ি বদলে গেল রণক্ষেত্রে

বিয়ে বাড়িতে লেগে গেল দু’পক্ষের ধুন্ধুমার। কনেপক্ষ আর পাত্রপক্ষের বিবাদে হল ভাঙচুর, চলল গুলি। আর গুলি লেগে মৃত্যু হল একজনের।

প্রতীকী ছবি

বিয়ে বাড়িতে লেগে গেল দু’পক্ষের ধুন্ধুমার। কনেপক্ষ আর পাত্রপক্ষের বিবাদে হল ভাঙচুর, চলল গুলি। আর গুলি লেগে মৃত্যু হল একজনের। এই ঘটনাটি ঘটেছে শনিবার রাতে দুর্গাপুরের অমরাবতী সংলগ্ন ভ্যামবে কলোনিতে। সেখানে একটি বিয়ে বাড়িতে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আশিষ বেদ (১৮) নামে কনেপক্ষের এক আত্মীয়কে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে। সূত্রের খবর, এদিন ওই এলাকায় একটি বিয়ের আয়োজন ছিল। পাণ্ডবেশ্বর থেকে বরপক্ষ উপস্থিত হয় বিয়ে বাড়িতে। কিন্তু রাত গভীর হতেই বিয়ে বাড়ির ডান্স ফ্লোরে বাজানো গান বদলানো নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। বরপক্ষ, কনেপক্ষের লোকজনকে গান পরিবর্তন করতে বলে, কিন্তু তারা রাজি না হওয়ায়, ক্ষিপ্ত হয়ে ওঠে বরপক্ষ। শুরু হয় বচসা। ক্রমে বচসা হাতাহাতিতে গিয়ে গড়ায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই হাতাহাতির মধ্যেই কনেপক্ষের আশিষ বেদকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় তারপরেই শোনা যায় গুলির শব্দ। স্থানীয় বাসিন্দাদের দাবি, আশিষকে গুলি করে খুন করা হয়েছে। খবর পেয়ে নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অক্ষয় বেদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং বেশ কয়েকজনকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পরে পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।