গ্রেপ্তার করা হল বনগাঁর ১৮ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর চিরঞ্জিৎ বিশ্বাসকে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এক মহিলা ওই কাউন্সিলদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। সেই অভিযোগের ভিত্তিকে রবিবার রাতে কাউন্সিলরকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন চিরঞ্জিৎ। তাঁর বক্তব্য, ওই মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন তিনি।
সূত্রের খবর, অভিযোগকারী মহিলা স্বামীর সঙ্গে থাকতেন না। এক সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন তিনি। সেই সময় কাউন্সিলর চিরঞ্জিৎ বিশ্বাসের সঙ্গে আলাপ হয়। কাউন্সিলর তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেন বলে জানিয়েছেন মহিলা। তাঁর দাবি, তাঁদের মধ্যে একাধিকবার সম্পর্ক হয়। মহিলার অভিযোগ, তাঁর সঙ্গে দীর্ঘ এক বছর ধরে সম্পর্কে লিপ্ত ছিলেন চিরঞ্জিৎ। কিন্তু বর্তমানে তাঁর সঙ্গে যোগাযোগ করছেন না। কোনও খোঁজ নিচ্ছেন না। শুধু তাই নয়, চিরঞ্জিৎ ওই মহিলাকে গালিগালাজ করেন এবং ফোনে প্রাণনাশের হুমকি দেন অভিযোগ।
শনিবার রাতে এবং রবিবার সকালে কাউন্সিলরের বাড়ির সামনে হাজির হন মহিলা। চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন। কয়েক মুহূর্তের মধ্যেই এলাকায় বহু মানুষ জড়ো হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিশ। মহিলাকে থানায় অভিযোগ জানানোর জন্য অনুরোধ করা হয় পুলিশের পক্ষ থেকে। দীর্ঘক্ষণ টালবাহানার পরে ওই মহিলা কাউন্সিলরের বাড়ির সামনে থেকে চলে যান। যদিও ওই মহিলার সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন চিরঞ্জিৎ। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই নির্দল কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে।