জাল কাস্ট সার্টিফিকেট জমা দিয়ে পঞ্চায়েত প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার অভিযোগ। নিজের পদ থেকে ইস্তফা দিলেন পঞ্চায়েত প্রধান। উত্তর ২৪ পরগনার বনগাঁর ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এই নিয়ে মামলাও চলছে কলকাতা হাইকোর্টে। অবশ্য এই ইস্তফার পিছনে শারীরিক অসুস্থতাকেই দায়ী করেছেন প্রাক্তন প্রধান উমা ঘোষ। প্রসঙ্গত, ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতে মোট ২৩টি আসন রয়েছে। ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে ১৯ টিতে জয়লাভ করে। তারপর থেকেই উমা ঘোষ প্রধানের পদ সামলাচ্ছিলেন।
এদিকে উমা ঘোষ-সহ প্রাক্তন ও বর্তমান পাঁচ জনপ্রতিনিধির বিরুদ্ধে জাল কাস্ট সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগ উঠেছে। এই নিয়ে মামলাও দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এরই মাঝে উমাদেবীর পদত্যাগের বিষয়টি সামনে এল। ব্লক অফিস সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৫ তারিখ শারীরিক অসুস্থতার কথা জানিয়ে প্রধানের পথ থেকে অব্যাহতি চেয়ে ব্লক অফিসে লিখিত দিয়েছিলেন উমাদেবী। বুধবার তাঁকে বিডিও অফিসে ডাকা হয়েছিল। বনগাঁর বিডিও কৃষ্ণেন্দু ঘোষ ওই পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
Advertisement
উমা ঘোষ বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে পঞ্চায়েতে গিয়ে কাজ করতে পারছি না। দলকে আগেই সবটা জানিয়েছিল। অসুস্থতার কারণেই পদত্যাগ করলাম।’ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফে উমাদেবী সহ পাঁচজনের বিরুদ্ধে জাল তফশিলি শংসাপত্র তৈরির অভিযোগে মামলা করা হয়। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস বলেন, ‘উমা ঘোষের নামে জাল শংসাপত্র তৈরির অভিযোগ উঠেছিল। শুনেছি উনি পদত্যাগ করেছেন। বাকিদের শাস্তি চাই।’
Advertisement
Advertisement



