• facebook
  • twitter
Thursday, 14 August, 2025

ডোমকলে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি

শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের ডোমকল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কামরুজ্জামানের বাড়িতে সকেট বোমা মারার অভিযোগ উঠেছে।

তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ঘটনা মুর্শিদাবাদে। শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের ডোমকল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কামরুজ্জামানের বাড়িতে সকেট বোমা মারার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ডোমকল থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কামরুজ্জামানের স্ত্রী টুলুয়ারা বিবি পুরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর ছিলেন। তৃণমূলের অভিযোগ, এলাকায় অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে এই সব কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত দু’টো নাগাদ কামরুজ্জামানের কুঠির মোড় এলাকার বাড়িতে অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতী সকেট বোমা ছুঁড়ে পালিয়ে যায়। বোমাটি তাঁর বাড়ির সিঁড়ি ঘরের নীচে ফাটে বলে জানা গিয়েছে। সেই সময় বাড়ির একটি ঘরে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমোচ্ছিলেন তৃণমূল নেতা। সেই কারণে তিনি বিপদ থেকে বেঁচে যান। তাঁর পরিবারের সদস্যরাও নিরাপদ রয়েছেন।

স্থানীয় বাসিন্দা দিপালী কর্মকার বলেন, ‘রাত দুটো নাগাদ বিকট আওয়াজ পাই। রবিবার সকালে জানতে পারি কামরুজ্জামানের বাড়িতে কেউ বা কারা বোমা মেরেছে।’ কামরুজ্জামান বলেন, ‘আমার অনুমান আমাকে এবং আমার পরিবারের সদস্যদেরকে আতঙ্কিত করার জন্যই রাতের অন্ধকারে কেউ বা কারা বোমা মেরেছে। তবে এই দুষ্কৃতী দল সুযোগ পেলে আমার উপর প্রাণঘাতী হামলা করতে পারে।’ ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ -প্রশাসনকে আমিও ঘটনাটি জানিয়েছি। তারা যেন সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন।’

ডোমকল পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান কার্তিক চাকি বলেন, ‘পরিস্থিতি ভালো লাগছে না। মনে হচ্ছে ডোমকল যেন আবার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে।’ এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথাও উঠে আসছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কামরুজ্জামানের বক্তব্য, ‘সকালে নমাজ শেষে বাড়ির পাশের চায়ের দোকানে চা খাওয়ার সময় সবাই বোমাবাজির আলোচনা করছিল। বাড়ি ফিরে দেখি সকেটের খোল পড়ে আছে। তখন পুলিশে খবর দেওয়া হয়।’

News Hub