পর পর কয়েকটি ট্রলি ব্যাগ কাণ্ডের পর এবার বস্তাবন্দি দেহ নতুন করে আতঙ্ক তৈরি করেছে। দমদম ক্যান্টনমেন্ট এর নিকট একটি বস্তাবন্দি দেহ উদ্ধার হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ দেহটি উদ্ধার করেছে এবং মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর নাগাদ দমদম ক্যান্টনমেন্ট এর জ্যোতিনগরে এক মহিলার বস্তাবন্দি দেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকেরা মহিলাটির পরিচয় দিতে পারেনি। দেহটি আধপোড়া অবস্থায় বস্তায় রাখা ছিল।
তৎক্ষনাৎ পুলিশকে খবর দেওয়া হয়। ব্যারাকপুর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি, মহিলাটির পরিচয় জানার জন্য পুলিশ এলাকায় খোঁজখবর নেওয়া শুরু করেছে। জানা গেছে, দুপুরে দমদম ক্যান্টনমেন্ট-এর জ্যোতিনগরে রাস্তার উপর মুখ বন্ধ বস্তায় আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয় কিছু মানুষ আগুন নিভিয়ে বস্তা খুলতেই মহিলার অর্ধনগ্ন দেহ দেখতে পান।পুলিশের অনুমান, প্রমাণ লোপাটের জন্যই দেহটি পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার কিনারা পাওয়ার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা।