• facebook
  • twitter
Tuesday, 14 January, 2025

ঘরের মধ্যে থেকে উদ্ধার শিশু সহ মায়ের দেহ

সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিথি দাস ও তাঁর ৮ বছরের ছেলে তেজসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

প্রতীকী

শিলিগুড়িতে ঘরের মধ্যে থেকে উদ্ধার হল আট বছরের ছেলে সহ মায়ের দেহ। ওই একই পরিবারের ১৮ বছরের মেয়েও গুরুতর অসুস্থ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে সিটি সেন্টার সংলগ্ন উত্তরায়ন টাউনশিপের ই-৯ ব্লকে। সেখান থেকেই উদ্ধার হয়েছে তিথি দাস এবং তাঁর ছেলে তেজেশের দেহ। গুরুতর অসুস্থ তেজেল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার ভোররাতে ১৮ বছরের তেজেল তাঁদের অসুস্থতার কথা জানিয়ে আত্মীয়দের ফোন করে ডাকেন। আত্মীয়রা এসে দেখতে পান ঘরের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে তিথি ও তাঁর দুই সন্তান।

সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিথি দাস ও তাঁর ৮ বছরের ছেলে তেজসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এবং মেয়ে তেজেলকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে উত্তরায়ন ফাঁড়ির পুলিশ উপস্থিত হয়। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে, ঘরের ভেতর রুম হিটার জ্বালানো ছিল। এছাড়াও শীতের কারণে ঘরের ভেতরেই ফায়ার প্লেসে আগুনও জ্বলছিল।

পুলিশের ধারণা, অক্সিজেনের মাত্রা কম হয়ে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে উত্তরায়নে এই বাংলোটি কিনেছিলেন সুজিত দাস। তিনি পেশায় বালি পাথরের ব্যবসায়ী। ব্যবসার কাজে বেশিরভাগ সময় তিনি শহরের বাইরেই থাকেন। প্রতিদিনের মতো বুধবার রাতেও দুই সন্তান তেজস ও তেজেলকে নিয়ে বাড়িতে একাই ছিলেন সুজিতের স্ত্রী তিথি দাস। বৃহস্পতিবারই তাঁদের ঘরের মধ্যে থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে আত্মীয়রা। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তে রিপোর্ট হাতে পাওয়ার পরই, মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।