হায়দরাবাদে রাস্তার ধারে পড়ে থাকা ট্রলি ব্যাগে উদ্ধার মহিলার পচাগলা দেহ। বুধবার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের বাচুপল্লি এলাকায়। মহিলার নাম, পরিচয় এখনও জানা যায়নি। তাঁর আনুমানিক বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই মহিলাকে প্রথমে কোথাও খুন করে দুষ্কৃতীরা। এরপর ট্রলি ব্যাগে সেই দেহ ভরে কে বা কারা এই এলাকার ঝোঁপের মধ্যে ফেলে রেখে পালিয়ে গিয়েছে। দেহটি অধিকাংশই পচা। সেটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় বাচুপল্লি থানায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই সেখানে পড়ে ছিল ট্রলি ব্যাগটি। প্রথমে বিষয়টি নিয়ে কেউ গুরুত্ব দেয়নি। অবশেষে ওই ব্যাগ থেকে একটি বোঁটকা গন্ধ আসতেই এলাকাবাসী সজাগ হয়। খবর দেওয়া হয় পুলিশে। এরপর পুলিশ এসে ট্রলি ব্যাগটি খুলতেই উদ্ধার হয় গলিত দেহ।
পুলিশ জানিয়েছে, বুধবার ট্রলি ব্যাগ থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করা হয়েছে। ট্রলি ব্যাগটি রাস্তার ধারে প্রায় ১০-১৫ দিন ধরে পড়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রথমে বিষয়টি নিয়ে গুরুত্ব না দেওয়া হলেও দুর্গন্ধ বেরতেই হুঁশ ফেরে স্থানীয় বাসিন্দাদের। কীভাবে এই খুন করা হয়েছে, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে গত দুই সপ্তাহ বা তার আগের সময়ের নিখোঁজ ডায়েরিগুলি খতিয়ে দেখছে স্থানীয় থানা।