• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

সোনাঝুরি হাটে অজ্ঞাতপরিচয় মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার

পুলিশ জানিয়েছে, খুব শিগগিরই এই ঘটনার কিনারা করা যাবে। ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেনসিক পরীক্ষার পরই আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বৃহস্পতিবার সকালে শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে এক অজ্ঞাতপরিচয় মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে হাট সংলগ্ন জঙ্গলের পাশে স্থানীয়রা একটি দেহ পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে দেখা যায়, সেটি এক মহিলার দেহ এবং তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। খবর দেওয়া হয় শান্তিনিকেতন থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এই মহিলাকে খুন করা হয়েছে। অন্য কোথাও খুন করে দেহটি এখানে ফেলে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশের অনুমান, মৃতার বয়স ৩০ থেকে ৩৫-এর মধ্যে। এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। পাশাপাশি, নিখোঁজ ডায়েরিগুলিও পরীক্ষা করে দেখা হচ্ছে। এই নৃশংস ঘটনায় শান্তিনিকেতনের মতো পর্যটন কেন্দ্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, খুব শিগগিরই এই ঘটনার কিনারা করা যাবে। ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেনসিক পরীক্ষার পরই মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Advertisement

Advertisement