বীরভূমে ফের শ্যুটআউটের ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম সুজয় মণ্ডল। আনুমানিক বয়স ৩৫ বছর। তার বাড়ি স্থানীয় চন্দ্রপুরে। মহম্মদ বাজারের সারেণ্ডা এলাকায় এই শ্যুটআউটের ঘটনা ঘটে।
শুক্রবার সকালে তাঁর গুলিবিদ্ধ দেহ রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপরে পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। বুকে গুলির ক্ষতচিহ্ন লক্ষ্য করা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তার মৃতদেহ উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে দেহটির ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে।
Advertisement
আততায়ীরা কী কারণে তাকে হত্যা করেছে, সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে পুলিশ সূত্রে খবর, মৃত সুজয় বেআইনি কাজে যুক্ত ছিল। কয়েকমাস আগে তার বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখার অভিযোগ ওঠে। সেজন্য তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সে জামিনে মুক্ত হয়।
Advertisement
Advertisement



