• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

মেদিনীপুরে বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে ভ্রাতৃ দ্বিতীয়া

এই উৎসবে যোগদান করেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। ভাইফোঁটা উৎসব পালন করার পর প্রার্থী শুভজিৎ রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমরা সনাতনী ধর্মে বিশ্বাসী।

মেদিনীপুরে ভাই ফোঁটা দিচ্ছেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। নিজস্ব চিত্র

বাঙালির এ আরেক মহতী সম্প্রীতির উৎসব ভ্রাতৃদ্বিতীয়া। সম্প্রীতির বার্তা দিতে মেদিনীপুরে বিধানসভা উপনির্বাচনের প্রাক্কালে ভাইফোঁটার উৎসবে মাতলেন বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চা সদস্যরা। ভাই-বোনের সম্পর্ক সুদৃঢ় করতে এবং আগামীতে একত্রিত ভাবে লড়াইয়ের ময়দানে একে অপরের দায়িত্ব নেওয়ার অঙ্গীকারবদ্ধ হয়ে মহাসমারোহে পালিত হলো ভাইফোঁটা। পশ্চিম মেদিনীপুর জেলার মহিলা মোর্চার পক্ষ থেকে রবিবার বিজেপির জেলা কার্যালয়ে হয় এই উৎসব।

পাশাপাশি এই উৎসবে যোগদান করেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। ভাইফোঁটা উৎসব পালন করার পর প্রার্থী শুভজিৎ রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমরা সনাতনী ধর্মে বিশ্বাসী। এটা আমাদের ধর্মের একটা অঙ্গ! তাই এই দিনে আমরা দিদির কাছে আশীর্বাদ নিলাম এবং অঙ্গীকারবদ্ধ হলাম সকল মা ও বোনেদের সুরক্ষা দেওয়ার।

অন্যদিকে জেলা মহিলা মোর্চার সভানেত্রী পারিজাত সেনগুপ্ত বলেন, প্রত্যেক বছর ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা ভাইফোঁটা উৎসব পালন করে আসছে মেদিনীপুরে। তাই আমরা এই বছর জেলা কার্যালয়ে ভাই ফোঁটার উৎসব পালন করলাম। সেই সঙ্গে এই বছর মেদিনীপুরের ভাই ফোঁটার সময় বিধানসভার উপনির্বাচন চলছে। বিজেপির যিনি প্রার্থী হয়েছেন শুভজিৎ দাস ওরফে বান্টিদাকেও আমরা বোনেরা সবাই মিলে ভাইফোঁটার মধ্য দিয়ে অভিনন্দন ও এগিয়ে যাওয়ার অভিবাদন জানালাম ভোটে জয়যুক্ত হওয়ার জন্য।