• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

ঘাটালে যৌনকর্মীদের নিয়ে রেডক্রসের উদ্যোগে গণ-ভাইফোঁটার আয়োজন

যৌনকর্মীদের আনন্দ দেওয়ার জন্য এই গণ ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল ।

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের বিবেকানন্দ মোড়ে দুর্বার পল্লীর যৌনকর্মীদের নিয়ে ভারতীয় রেডক্রস সোসাইটির উদ্যোগে গণ ভাইফোঁটার আয়োজন করা হয়। ওই গণ ভাইফোঁটায় উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ আশিষ হূতাইত, ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দোলুই সহ আরও অনেকে।
ওই গণ ভাইফোঁটাতে উপস্থিত হয়ে ঘাটালের দুর্বার পল্লীর যৌনকর্মীরা উপস্থিত সকলের কপালে চন্দনের ফোঁটা দিয়ে ভাইফোঁটা দেয় এবং সকলকে মিষ্টি মুখ করায়। সেই সঙ্গে ওই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা যৌনকর্মীদের বোন হিসাবে তাদের উপহার হিসেবে শাড়ি ও মিষ্টির প্যাকেট তুলে দেন। এই নিয়ে ঘাটালে যৌনকর্মীদের নিয়ে পঞ্চম বর্ষ গণ ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল বলে জানালেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস।
গণ ভাইফোঁটা অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ভাইফোঁটা উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সঙ্গে তিনি বলেন যৌনকর্মীদের পাশে ছিলাম আগামী দিনেও তাদের পাশে থাকবো। তাই যৌনকর্মীদের আনন্দ দেওয়ার জন্য এই গণ ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল । গণ ভাইফোটার আয়োজন করার জন্য তিনি ভারতীয় রেডক্রস সোসাইটির ঘাটাল শাখার সকল সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

Advertisement

Advertisement