• facebook
  • twitter
Friday, 5 December, 2025

এসটিএফের জালে বাংলাদেশের ‘ত্রাস

বাংলাদেশের ত্রাস। সাধুর বেশে আত্মগোপন পশ্চিমবঙ্গে। অবশেষে এসটিএফের জালে বাংলাদেশি দুষ্কৃতী। নদিয়ার তেহট্টে গ্রেফতার বাংলাদেশি ত্রাস। গোপন সূত্রে খবর পেয়ে, পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে গ্রেপ্তার ওপার বাংলার দুষ্কৃতী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তেহট্টজুড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ হাসেম মল্লিক ওরফে হাসেম আলি মল্লিক। বয়স ৬০ বছর। পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফের এসআই

বাংলাদেশের ত্রাস। সাধুর বেশে আত্মগোপন পশ্চিমবঙ্গে। অবশেষে এসটিএফের জালে বাংলাদেশি দুষ্কৃতী। নদিয়ার তেহট্টে গ্রেফতার বাংলাদেশি ত্রাস। গোপন সূত্রে খবর পেয়ে, পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে গ্রেপ্তার ওপার বাংলার দুষ্কৃতী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তেহট্টজুড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ হাসেম মল্লিক ওরফে হাসেম আলি মল্লিক। বয়স ৬০ বছর। পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফের এসআই মহম্মদ আবদুন নূর চৌধুরী একটি অভিযোগ দায়ের করেন। সেই ভিত্তিতে তদন্ত শুরু হয়।

Advertisement

পুলিশ সূত্রের খবর, বাংলাদেশে ত্রাস মহম্মদ হাসেম মল্লিক। বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত মহম্মদ হাসেম। ভুয়ো ভারতীয় পরিচয় তৈরি করে তেহট্ট বালিউরা পূর্ব পাড়ায় আত্মগোপন করে ছিল। সেই খবর পেয়েই স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযান চালায় এসটিএফ। গ্রেপ্তার করা হয় বাংলাদেশি ত্রাসকে।

Advertisement

Advertisement