সরকারি কলে জল না পাওয়ায় ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ পিএইচই দপ্তরে তালা ঝোলালেন। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় বিঘ্ন ঘটে জল সরবরাহে। প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভ উঠে। মঙ্গলবার লাউদোহা থানার রাঙ্গামাটি গ্রামের ঘটনা। দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা পঞ্চায়েতের রাঙ্গামাটি গ্রামে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের (পিএইচই) কলের পাইপলাইন থাকলেও প্রায় সময় তাতে জল আসে না বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে চলছে এই সমস্যা।
বছরখানেক আগে প্রশাসনের পক্ষ থেকে সমস্যার সমাধানের আশ্বাস দিলেও পরিস্থিতির বদল ঘটেনি বলে অভিযোগ বাসিন্দাদের। মঙ্গলবার সকালে ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ মাধাইগঞ্জ মোড়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায়, যার ফলে সংশ্লিষ্ট এলাকায় জল সরবরাহ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই লাউদোহা থানার পুলিশ। প্রশাসনের মধ্যস্থতাই বেশ কিছুক্ষণ পর বিক্ষোভকারীরা দপ্তরের তালা খুলে দেন। স্থানীয় বাসিন্দা শেখ ইসমাইল, সোফিয়া বিবিরা জানান, রমজান মাস চলছে। এই সময় জল না পাওয়ায় সমস্যাই রয়েছেন তাঁরা।
Advertisement
তৃণমূলের ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক বলেন, রাঙ্গামাটি গ্রামে পিএইচই-র ‘জল স্বপ্ন’ প্রকল্পে বাড়ি বাড়ি কলের সংযোগ দেওয়ার কাজ প্রায় শেষের মুখে। অসমাপ্ত কাজ শীঘ্রই শেষ হবে বলে জানান তিনি। দুর্গাপুর-ফরিদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, পিএইচই দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করি শীঘ্রই ওই এলাকায় জল সরবরাহ স্বাভাবিক হবে। আপাতত প্রতিদিন দুটি ট্যাঙ্কার করে পানীয় জল ওই গ্রামে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Advertisement
Advertisement



