• facebook
  • twitter
Friday, 5 December, 2025

প্রকাশ্য রাস্তায় তরুণীকে এলোপাথাড়ি অস্ত্রের কোপ প্রেমিকের, চাঞ্চল্য

তরুণীর পরিবারের পক্ষ থেকে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ওই যুবক ও তার পরিবার।

প্রতীকী চিত্র

প্রকাশ্য রাস্তায় তরুণীকে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ যুবকের। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়তেই পালিয়ে যায় অভিযুক্ত। শনিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ফুলবাড়ি এলাকায়। ঘটনার পর স্থানীয় ও পরিবারের লোকজন তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এলাকারই একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে।

এরপর তরুণীর পরিবারের পক্ষ থেকে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ওই যুবক ও তার পরিবার। তাদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। কোন আক্রোশ থেকে এই হামলা চালাল যুবক? সেই প্রশ্ন উঠেছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারির দাবি জানিয়েছে তরুণীর পরিবার। ঘটনায় এলাকায় এদিনও চাপা চাঞ্চল্য রয়েছে।

Advertisement

জানা গিয়েছে, জলপাইগুড়ির রাজগঞ্জ সংলগ্ন সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের বকশিডাঙা এলাকায় ওই তরুণীর বাড়ি। যুবকের বাড়ি ওই এলাকাতেই। ওই তরুণী ও যুবকের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। যদিও সম্পর্কের অবনতি ঘটায় দীর্ঘদিন তাঁদের মধ্যে কোনও যোগাযোগ ছিল না বলে জানিয়েছেন ওই তরুণীর পরিবারের সদস্যরা। এদিন ওই তরুণী জল আনতে বান্ধবীর সঙ্গে রাস্তায় গিয়েছিলেন। সে সময় আচমকা বাইকে করে এসে ওই যুবক পথ আটকায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে তরুণীকে এলোপাথাড়ি কোপ মারে সে। ঘটনাস্থলে থাকা তরুণীর অন্যান্য বান্ধবীরা আতঙ্কিত হয়ে পড়েন। ওই তরুণী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে যুবক বাইক নিয়ে দ্রুত এলাকা থেকে চম্পট দেয়।

Advertisement

Advertisement