জামাইষষ্ঠীর সকালে এক মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে ছড়াল চাঞ্চল্য। সীমান্ত এলাকার চাষের জমি থেকে ওই মহিলার ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া বানপুর গেদে রাজ্য সড়ক সংলগ্ন এলাকার টুঙ্গি রেল গেট সংলগ্ন এলাকায়। স্থানীয়দের বক্তব্য, নৃশংসভাবে খুন করা হয়েছে মহিলাকে।
পুলিশ জানিয়েছে, রবিবার সকাল ৭টা নাগাদ ওই পাট খেতের পাশে মহিলার রক্তাক্ত দেহ দেখতে পান স্থানীয়রা। স্থানীয়রাই কৃষ্ণগঞ্জ থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদেহের পাশ থেকে একটি মোবাইল ফোন এবং একটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। সীমান্তবর্তী এলাকার মানুষের দাবি, সীমান্ত পেরিয়ে প্রতিদিনই বাংলাদেশি দুষ্কৃতীদের আনাগোনা বাড়ছে। ওই মহিলার দেহে একাধিক ছুরির আঘাত রয়েছে। এখনও জানা যায়নি তাঁর নাম-পরিচয়। অনুমান, এই নৃশংস খুনের পেছনে হাত রয়েছে দুষ্কৃতীদের। পুলিশ তদন্ত শুরু করেছে।
Advertisement
Advertisement
Advertisement



