সম্প্রতি তন্ত্র-মন্ত্রের আড়ালে অপরাধ করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। প্রায়শই পুলিশের কাছে এই সংক্রান্ত অভিযোগ আসে। তবে ঝাড়ফুঁকের ভয় দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ করার ঘটনা সত্যিই বিরল। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের স্বরূপনগরে এমন ঘটনাই ঘটেছে। অভিযোগ, ইয়াদ আলি শেখ নামের এক বৃদ্ধ তন্ত্র-মন্ত্র এবং ঝাড়ফুঁকের ভয় দেখিয়ে ঘরে একা থাকা এক নাবালিকাকে ধর্ষণ করেছে। পুলিশ ওই বৃদ্ধকে গ্রেপ্তার করেছে। নাবালিকার শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, ওই বৃদ্ধ এবং নাবালিকা একই এলাকার বাসিন্দা। তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত থাকার কারণে এলাকায় বেশ পরিচিত মুখ ছিলেন অভিযুক্ত বৃদ্ধ। শনিবার দিন ১২ বছর বয়সী ওই নাবালিকা বাড়িতে একা ছিল। সেই সময় ৭০ বছর বয়সী অভিযুক্ত বৃদ্ধ নাবালিকার বাড়িতে যান এবং ঝাড়ফুঁকের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন। ওই মেয়েকে তিনি হুমকিও দিয়েছিলেন যে এই ঘটনা কাউকে জানালে তাদের পরিবারের অনেক ক্ষতি হয়ে যাবে। প্রথমে ভয়ে ওই নাবালিকা পরিবারের কাউকে কিছু জানায়নি। পরে বাবা-মা বাড়িতে এলে মেয়ের ব্যবহার দেখে সন্দেহ হয়।নির্যাতিতা নাবালিকাকে চাপ দিতেই সে সব কথা বাবা-মাকে খুলে বলে। শনিবার রাতেই স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার।
Advertisement
পুলিশ ওই অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করেছে। রবিবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। এছাড়াও নির্যাতিতা নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Advertisement
Advertisement



