ছাগলে গাছ খেয়ে ফেলার অভিযোগকে কেন্দ্র করে বসা সালিশি সভায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত দাঁড়িয়ার রোনিয়া গ্রামে। এ দিন দুই পক্ষের মধ্যে চলে তুমুল হাতাহাতি। এমনকী চোখে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুই পক্ষের মোট ৭ জন জখম হয়েছেন। তাঁরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকারই একটি পরিবারের পোষ্য ছাগল অন্য একজনের জমির একটি জামরুল গাছ খেয়ে ফেলেছিল। সেই নিয়ে শুরু হয় অশান্তি। ঘটনার মীমাংসা করার জন্য শনিবার রাতে একটি সালিশিসভা বসে। সেই সভায় দুই পক্ষের মধ্যে ঝামেলা চরম আকার নেয়। অভিযোগ পালটা অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় সোরাপ, সুলতান, আবদুল্লা, হাফিজুল মালিরা ইয়াজউদ্দিন মালি ও সুজাউদ্দিন মালিকে বেধড়ক মারধর করে। চোখে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটে। অপরদিকে, সোরাপের অভিযোগ ইয়াজউদ্দিন মালি ও সুজাউদ্দিন মালিরা লোহার রড, লাঠি দিয়ে তাঁদের পাঁচজনকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে।
Advertisement
স্থানীয়দের মধ্যস্থতায় দুই পক্ষকে শান্ত করে জখমদের ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৭ জন চিকিৎসাধীন রয়েছেন। জখমদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
Advertisement



