• facebook
  • twitter
Friday, 16 May, 2025

মাস্টার প্ল্যানে ৫০০ কোটি, উচ্ছ্বসিত ঘাটাল

কেন্দ্র বাংলাকে বঞ্চনা করা সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্য বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

বুধবার রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্য সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করার পরই গোটা ঘাটাল জুড়ে যেন উৎসবের আমেজ। আমজনতা খুশি।

একে অপরকে মিষ্টি খাইয়ে সবাই আনন্দে মেতে উঠেন। সেই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে ঘাটাল শহরে মিছিল বের করা হয়।

বুধবার সন্ধ্যায় ঘাটাল শহরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও মিছিল বের করা হয়। তৃণমূল কংগ্রেসের মিছিলে কয়েকশো মানুষ অংশ নেন। লাড্ডু বিলি করা হয়। ওই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশীষ হুদাইত, ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাজি, তৃণমূল কংগ্রেস নেতা বিকাশ কর প্রমুখ। তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদাইত বলেন, বিজেপির কেন্দ্র সরকার ঘাটাল মাস্টার প্ল্যানে এক টাকাও বরাদ্দ করেনি।

কেন্দ্র বাংলাকে বঞ্চনা করা সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্য বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন। সেই সঙ্গে তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কেন্দ্র টাকা না দিলেও রাজ্য ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়নের কাজ করবে, তাই রাজ্য বাজেটে ৫০০ কোটি টাকা তিনি বরাদ্দ করেছেন। খুশি ঘাটালের মানুষ।