ট্যাক্সি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ঘটনা। এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পোলেরহাট থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে। ঠিক কোথা থেকে গাঁজা সংগ্রহ হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এই সমস্ত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
বুধবার সকালে ভাঙড়ের হাতিশালায় অভিযান চালায় পোলেরহাট থানার পুলিশ। আগে থেকে খবর থাকায় হলুদ রঙের ট্যাক্সিটিতে তল্লাশি চালান তদন্তকারীরা। ট্যাক্সির চালক জানান, তিনি শিয়ালদহ থেকে আসছেন। ওই ট্যাক্সিতে থাকা যাত্রীরা জানান, তাঁরা কোচবিহার জেলার বাসিন্দা। এই উত্তর শুনে পুলিশের সন্দেহ বাড়ে।
এরপর গাড়িতে তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় ৪০ কেজি গাঁজা। তদন্তকারীদের অনুমান, ধৃতেরা সকলেই গাঁজা পাচারের একটি বড় চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। গাঁজার পাশাপাশি চার জনের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে চারটি মোবাইল। কল লিস্ট-সহ অন্যান্য তথ্য উদ্ধার করেছেন তদন্তকারীরা। মাদকপাচারে আর কে বা কারা যুক্ত আছেন, সেটা জানার লক্ষ্যে ধৃতদের টানা জেরা করা হচ্ছে।
হাতিশালার এক দোকানদার বলছেন, ‘সকালে দোকানে ছিলাম। তখনই রাস্তায় চেকিং করছিল পুলিশ। ওই গাড়িটাকে আটকায়। চারজন ছিল ওতে। সবাইকে ধরে নিয়ে গিয়েছে।’ গাড়িচালক বলেন, ‘ওই চারটে ছেলে ৭০০ টাকা দিয়ে গাড়ি ভাড়া করেছিল। চেন দেওয়া ব্যাগ নিয়ে উঠেছিল। ওতে কী ছিল, কিছুই তো জানি না।’