• facebook
  • twitter
Sunday, 27 April, 2025

১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত ৩

জাতীয় সড়কে ফের ভয়ঙ্কর দুর্ঘটনা। লরি ও অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। আহত হয়েছেন একাধিক যাত্রী।

প্রতীকী ছবি

জাতীয় সড়কে ফের ভয়ঙ্কর দুর্ঘটনা। লরি ও অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। আহত হয়েছেন একাধিক যাত্রী। মৃতেরা হলেন – নোহারা বিবি ও মন্থরা বিবি ও এক শিশু।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে নদিয়ার হরিণঘাটায়। ১২ নম্বর জাতীয় সড়কে জাগুলিয়া মোড়ের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝাড়খণ্ড থেকে রোগী নিয়ে কলকাতার অভিমুখে যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। সেই সময় একটি লরি অ্যাম্বুল্যান্সে মুখোমুখি সজোরে ধাক্কা মারে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ১২টা নাগাদ সাতজনকে নিয়ে কলকাতার অভিমুখে যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। লরির সঙ্গে সংঘর্ষের পরেই বিকট শব্দ হয়। ঘটনাস্থলে আহত হন সাতজন। তাঁদেরকে কল্যাণীর জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে ৩ জনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রোগী এবং অ্যাম্বুল্যান্স চালকের অবস্থা এখনও আশঙ্কাজনক। ঘটনার পর লরির চালক পলাতক। সিসিটিভি ক্যামেরা দেখে লরির চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।