• facebook
  • twitter
Friday, 30 January, 2026

নদিয়ায় গ্রেপ্তার ১১ জন বাংলাদেশি

এসআইআর আতঙ্ক, চুপিসাড়ে বাংলাদেশ ফেরার চেষ্টা! তার আগেই সীমান্ত এলাকায় গ্রেপ্তার ১১ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী।

এসআইআর আতঙ্ক, চুপিসাড়ে বাংলাদেশ ফেরার চেষ্টা! তার আগেই সীমান্ত এলাকায় গ্রেপ্তার ১১ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। শনিবার গভীর রাতে নদিয়ার হাঁসখালি সীমান্ত এলাকা থেকে তাঁদের পাকড়াও করা হয়। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে তাঁরা বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করে এদেশে এসেছিলেন বলে অভিযোগ। বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। সেই আবহে অনুপ্রবেশকারীরা আতঙ্কে বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন সীমান্ত পেরিয়ে।

হাঁসখালি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে সীমান্ত এলাকায় জনা কয়েক পুরুষ, মহিলাকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। তাঁরা কেউই স্থানীয় নন। অপরিচিতদের এলাকায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের মনে সন্দেহ হয়। খবর দেওয়া হয় হাঁসখালি থানায়। কিছু সময়ের মধ্যে পুলিশ গিয়ে তাঁদের পাকড়াও করে জেরা শুরু করে। তাঁদের কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। তাঁদের সঙ্গে ছিল না ভারতের কোনও বৈধ পরিচয়পত্রও।

Advertisement

পরে জেরায় স্বীকার করেন, তাঁরা অনুপ্রবেশকারী। দীর্ঘদিন আগে তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। কাজের সূত্রে তাঁরা বিভিন্ন জায়গায় গিয়েওছিলেন। এসআইআর শুরুর পর ধরা পড়ার ভয়ে লুকিয়ে বাংলাদেশ ফেরার পরিকল্পনা করেছিলেন। সেজন্য রাতে সীমান্তের ওই এলাকায় জড়ো হওয়া। এরপরই পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। ওই দলে ৬ জন পুরুষ ও ৫ জন মহিলা আছে। রবিবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়।

Advertisement

Advertisement