ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্বীকৃতি শিল্পী পালিতের

দুটি গানে সুর ও কণ্ঠ দিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্বীকৃতি পেলেন শিলিগুড়ি থেকে প্রকাশিত পত্রিকা খবরের ঘটার সহ সম্পাদিকা শিল্পী পালিত।

Written by SNS Siliguri | January 15, 2021 3:36 pm

প্রতীকী ছবি (File Photo: iStock)

করােনা সচেতনতার ওপর দুটি গানে সুর ও কণ্ঠ দিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্বীকৃতি পেলেন শিলিগুড়ি থেকে প্রকাশিত পত্রিকা খবরের ঘটার সহ সম্পাদিকা শিল্পী পালিত।

মঙ্গলবার স্বামীজির জন্ম জয়ন্তীতে শিল্পীদেবী ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে শংসাপত্র, স্মারকমেডেল, ব্যাজ, কলম সহ অন্যান্য সামগ্রী হাতে পেয়েছেন। ওই ছটি সঙ্গীত রচনা করেছেন খবরের ঘন্টার সম্পাদক বাপি ঘােষ।

ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্বীকৃতি পাওয়ার জন্য খবরের ঘণ্টার সম্পাদক শিল্পীদেবীকে অভিনন্দন জানিয়েছেন। সম্পাদক বলেছেন, সমাজের কথা চিন্তা করে শিল্পীদেবী যেভাবে সামাজিক সচেতনতার সঙ্গীতে কণ্ঠ ও সুর দিয়ে চলেছেন তা সত্যি প্রশংসনীয়।

প্রসঙ্গত এর আগে সামাজিক সচেতনতার ওপর বিভিন্ন সঙ্গীত রচনার জন্য খবরের ঘন্টার সম্পাদক বাপি ঘােষ। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্বীকৃতি পান। শিল্পীদেবী সামাজিক সচেতনতার সঙ্গীতগুলাে বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করেন।