অরুণ ভট্টাচার্য স্মরণ সমিতি ও ঋতুরাজ প্রকাশনার উদ্যোগে গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় শিশির মঞ্চে হয়ে গেল কবি, প্রাবন্ধিক, সংগীততাত্ত্বিক ও উত্তরসূরি পত্রিকার সম্পাদক অরুণ ভট্টাচার্য শতবর্ষ পূর্তি উদযাপন-অনুষ্ঠান। মনোজ্ঞ অনুষ্ঠানের শুরুতেই সংগীত পরিবেশন করেন সুকান্ত চক্রবর্তী ও অভিজিৎ মজুমদার। এরপর মঞ্চে উপবিষ্ট দুই অতিথি চিন্ময় গুহ ও গৌতম মণ্ডলকে বরণ করে নেন কবির দুই নাতনি রেমন্তী ও আয়তি এবং নাতি অশনি ভাদুড়ি । প্রকাশিত হয় অরুণ ভট্টাচার্য প্রণীত ‘কবিতার ভাবনা’ গ্রন্থের ঋতুরাজ সংস্করণ। প্রকাশ করেন চিন্ময় গুহ, সুধীর দত্ত এবং গৌতম মণ্ডল।
কবি অরুণ ভট্টাচার্য শতবর্ষ স্মারক পুরস্কার ও সাম্মানিক তুলে দেওয়া হয় কবি, গদ্যকার ও আদম পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক গৌতম মণ্ডলের হাতে। গৌতমের হাতে এগুলো অর্পণ করেন বিশিষ্ট প্রাবন্ধিক, অনুবাদক ও ফরাসিবিদ চিন্ময় গুহ। এই পুরস্কার দেওয়া হয়েছে মূলত ত্রিশ বছর ধরে দক্ষতার সঙ্গে অত্যন্ত উচ্চমানের একটি কবিতাপত্রিকা নিরবচ্ছিন্নভাবে সম্পাদনা করার জন্য। এরপর কবি হিসেবে অরুণ ভট্টাচার্যর গুরুত্ব ও বাংলা সাহিত্যে উত্তরসূরি পত্রিকার অবদান সম্পর্কে একটি সংক্ষিপ্ত বক্তৃতা রাখেন গৌতম। এদিনের অনুষ্ঠানের মূল বক্তা ছিল চিন্ময় গুহ। তাঁর বক্তব্যের বিষয় ছিল ‘বিশ্ব সাথে যোগে যেথায়’ : রবীন্দ্রনাথ ও বিশ্বচরাচর। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল বিশিষ্ট সংগীতশিল্পী সন্দীপন সমাজপতির উচ্চাংগ সংগীত পরিবেশন। তাঁকে হারমোনিয়ামে প্রদীপ পালিত ও তবলায় সংগত করেন হিন্দোল মজুমদার। এই পর্বের অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে দেয়। সমগ্ৰ অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালন করেন প্রাবন্ধিক অনুপ মতিলাল।