• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

শিশির মঞ্চে মূক অ্যাকাডেমির মূকাভিনয়

সাথে তাঁর নির্দেশনায় মূক অ্যাকাডেমির ছাত্র ছাত্রীরা পরিবেশন করে মূকাভিনয় ‘পুতুল নাচ’, ‘হাসতে মানা’, ‘যন্ত্র মানব’ এবং ‘জলই জীবন’।

নিজস্ব চিত্র

কলকাতার শিশির মঞ্চে অনুষ্ঠিত হল এক মূকাভিনয় সন্ধ্যা। আয়োজন করে মূক অ্যাকাডেমি। যার নির্দেশক মুকুল দেব। যিনি প্রায় দীর্ঘ পঞ্চাশ বছর ধরে মূকাভিনয় করে আসছেন। তিনি একক ভাবে মূকাভিনয় করতে বেশী পছন্দ করেন বলে জানান। তাই তিনি বলেন একা মুকুল।

মঞ্চে তাঁর একক মূকাভিনয় ‘পার্কে’, ‘অফিস কর্মী’ দর্শকদের মন জয় করে নেয়। সাথে তাঁর নির্দেশনায় মূক অ্যাকাডেমির ছাত্র ছাত্রীরা পরিবেশন করে মূকাভিনয় ‘পুতুল নাচ’, ‘হাসতে মানা’, ‘যন্ত্র মানব’ এবং ‘জলই জীবন’। সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন চন্দ্রা দেব। পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির সহায়তায় অনুষ্ঠানটি হয়।

Advertisement

Advertisement

Advertisement