রবি ঠাকুরের গদ্য কাহিনীর নায়িকারা আসছেন এক মঞ্চে। তাঁদের একত্রে আনার মালা গাঁথবেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, রবীন্দ্র গানে ডা. বনানী দে। আগামী ৫ ফেব্রুয়ারি, কলাকুঞ্জে (কলা মন্দির বেসমেন্ট), সন্ধ্যা ৬.৩০টা থেকে।
রবি ঠাকুরের সৃষ্টিশীলতার এক বিশেষ অনুভব অবশ্যই গুরুদেবের গদ্য কাহিনীর নায়িকারা! তারা যেন অনেকেই একটি বিশিষ্ট ধারণার পরিণতি, তারা প্রায় সততই প্রজ্ঞাপারমিতার কন্যা আর সেই মহৎ চরিত্র স্বয়ং প্রায়শই কাহিনীতে উপস্থিত! এই নায়িকারা এথেনা মিনার্ভার মতোই আধুনিক, পথ প্রদর্শন করেন এবং মুক্তির প্রতীক। আমরা রবি ঠাকুরের পাঁচ উপন্যাসের পাঁচ নায়িকার যেমন, চার অধ্যায়-এলা, চতুরঙ্গ-দামিনী, গোরা-সুচরিতা, ঘরে বাইরে-বিমলা, শেষের কবিতা-লাবণ্য-র সান্নিধ্যলাভ করতে চলেছি একই মঞ্চে, রবি ঠাকুরের রচনার পাঠ, কবিতায় আর গানে অনুভব করা যাবে এই সকল চরিত্রের সুধর্মা, সুনিতি, সুচিন্তা, সুচেতনা এবং সুরুচি রূপ! এই অনন্য প্রিয়তমাসুদের আমরা পুনরায় আবিষ্কার করব এক অস্থির সময়ের প্রেক্ষিতে তাদের সান্নিধ্যে, রবি ঠাকুরের গানে ও পাঠে, এক সন্ধ্যায়।
Advertisement
Advertisement
Advertisement



