• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

প্রাচীন কলাকেন্দ্র আয়োজিত ‘শুভ সঙ্গীত সঞ্চার’

সলিল চৌধুরীর জন্ম শতবার্ষিকীকে মাথায় রেখে বাচিক শিল্পী শ্রী অভিজিত সেনগুপ্তের পরিচালনায় মধুভাষের ছাত্র-ছাত্রীরা পরিবেশন করেন সুকান্ত ভট্টাচার্য্য ও সলিল চৌধুরীর অনবদ্য কোলাজ।

নিজস্ব চিত্র

সম্প্রতি প্রাচীন কলা কেন্দ্র আয়োজিত ‘শুভ সঙ্গীত সঞ্চার’ এর তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হল বারাসাতের বিদ্যাসাগর মঞ্চে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী অনুপ ঘোষ ও প্রাচীন কলা কেন্দ্রের সম্পাদক শ্রী সজল কোসার। অনুষ্ঠানের শুরুতেই প্রাচীন কলা কেন্দ্রের দুই প্রবীণ সেন্টার হোল্ডার শ্রী নরেশ ঘোষাল ও শ্রী প্রদীপ মজুমদারকে সম্বর্ধdনা জানানো হয়। দীর্ঘ চার দশকের নিরবচ্ছিন্ন সহযোগিতার স্বীকৃতি স্বরূপ তাদের হাতে তুলে দেওয়া হয় স্মারক ও নগদ অর্থ।

এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই সঙ্গীত পরিবেশন করেন পন্ডিত তুষার দত্ত। শাস্ত্রীয় সঙ্গীতের এই স্বনামধন্য শিল্পীর উপস্থাপনা মন্ত্রমুগ্ধ করে হল হলভর্তি দর্শক ও শ্রোতাদের। তার সুরের আবেশ যেন ছড়িয়ে পড়ছিলো হলের বাইরেও। পন্ডিত তুষার দত্তের অনবদ্য পরিবেশনার রেশ কাটতে না কাটতেই মঞ্চে হাজির একক তবলার ডালি নিয়ে ষোলো বছরের রাজদীপ দেব। সুর ও তালের উপর কিশোর রাজদীপের নিয়ন্ত্রণ অবাক করে বিদ্যাসাগর মঞ্চে উপস্থিত দর্শক ও শ্রোতাদের। যেন ‘আগামীর তারকা’ -র আগমনী বার্তা দিয়ে গেলো আজকের এই অনুষ্ঠান। এরপর সঙ্গীত পরিবেশন করেন শ্রীমতি চন্দনা চক্রবর্তী।

Advertisement

এরপর সমবেত রবীন্দ্র সঙ্গীত পরিবেশনা করেন রবিশিখার ছাত্র-ছাত্রীরা। সুপরিকল্পিত ও নিয়ন্ত্রিত এই অনুষ্ঠানটির সঙ্গীত আয়োজন ও পরিচালনার দায়িত্বে ছিলেন শ্রী মানব দাস। সলিল চৌধুরীর জন্ম শতবার্ষিকীকে মাথায় রেখে বাচিক শিল্পী শ্রী অভিজিত সেনগুপ্তের পরিচালনায় মধুভাষের ছাত্র-ছাত্রীরা পরিবেশন করেন সুকান্ত ভট্টাচার্য্য ও সলিল চৌধুরীর অনবদ্য কোলাজ। অনুষ্ঠানের শেষ লগ্নে ভরতনট্যম পরিবেশন করেন শ্রী পার্থ সারথি দেবনাথ এবং কথক নৃত্য পরিবেশন করেন শ্রীমতি অপর্ণা চক্রবর্তী।

Advertisement

Advertisement