• facebook
  • twitter
Thursday, 6 November, 2025

রোজমেরীর স্মৃতিতে সাংস্কৃতিক সন্ধ্যা

আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট আবৃত্তিকার মনোজ মুখোপাধ্যায়। তাঁর বাচনভঙ্গী সকলের হৃদয়কে স্পর্শ করে। ঐকতানের শিক্ষিকা দ্বারা একটি সুন্দর নৃত্য পরিবেশিত হয়।

নিজস্ব চিত্র

দেখতে দেখতে চার বছর অতিক্রান্ত অকালে ঝরে গিয়েছিল একটি প্রাণ রোজমেরী মেউর। কর্কট রোগ তাকে এমনই আষ্টে পিষ্ঠে ধরে ছিল তা থেকে নিজেকে রক্ষা করতে পারল না মৃত্যুর সঙ্গে অসীম লড়াই করেও। একাধারে যেমন সে ছিল আবৃত্তিকার তেমনি সঙ্গীতেও পারদর্শী একটি সুস্থ সংস্কৃতির মানুষ। ছাত্রছাত্রীর সংখ্যাও তাঁর কম ছিল না। পরিবার ও গুণমুগ্ধরা তাঁকে জীবিত অবস্থায় ধরে না রাখতে পারলেও মনের মধ্যে স্মরণীয় করে রাখতে তাঁর স্মৃতিতে নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু করেছে। আবৃত্তি, গান, নাচ আরও কত কি।

গত ১ ডিসেম্বর ২০২৪ রবিবার সন্ধ্যায় হাওড়ার কদমতলা ব্যাঁটরা পাবলিক লাইব্রেরি হলে রোজমেরী (মেউর) কাঁড়ার-এর স্মরণে একটি অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটি উদ্বোধন সঙ্গীতের মাধ্যমে শুরু হয়। এরপর রোজমেরীর স্মৃতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন লাইব্রেরির পক্ষ থেকে জ্যোতির্ময় মুখার্জি, রামকৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে দেবকুমার কোলে, টিভি ও সিনেমা জগতের বিশিষ্ট অভিনেতা প্রদীপ খাঁড়া, মহাব্রত মুখার্জি ও সুস্মিতা পাল। একক সঙ্গীত পরিবেশন করে রোজমেরীর মেয়ে অরিন্দ্রিতা কাঁড়ার, ছাত্রী নবনীতা ব্যানার্জি ও সুকন্যা সাহা। আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট আবৃত্তিকার মনোজ মুখোপাধ্যায়। তাঁর বাচনভঙ্গী সকলের হৃদয়কে স্পর্শ করে। ঐকতানের শিক্ষিকা দ্বারা একটি সুন্দর নৃত্য পরিবেশিত হয়।

এরপর রোজমেরী’র মা রীতা মেউরের হাতে একটি স্মৃতি স্মারক তুলে দেন প্রদীপ খাঁড়া। সবশেষে রোজমেরী ফ্লিমস্ নিবেদিত ‘কর্কট’ উদ্বোধন করা হয়। যেটি স্বল্প দৈর্ঘ্যের ছবি যা রোজমেরীর উদ্দেশ্যে তৈরি হয়। সিনেমাটির নির্দেশনায় পৌলমী গোলুই, সম্পাদনায় প্রদীপ খাঁড়া। প্রযোজনায় ও অভিনয়ে রীতা মেউর। অভিনয়ে আছেন চৈতালী পাল, অরিন্দ্রিতা কাঁড়ার, শান্তনু চ্যাটার্জি, হেমন্ত গড়াই ও আরও অনেকে।

সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মনোজ মুখোপাধ্যায় এবং চৈতালী পাল। অনুষ্ঠান পরিবেশনায় ছিলেন রীতা মেউর ও অরিজিৎ কাঁড়ার।