• facebook
  • twitter
Tuesday, 17 September, 2024

আমাদের চোখে চে

আলিয়ঁস ফঁসেজ -এর প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে ৬দিন ব্যাপী সাহিত্য সন্ধ্যা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র 'আমার চোখে চে' শীর্ষ ক আলোচনাসভায় অংশ নেবে ও প্রকাশ হবে আলাঁ ফোয়া রচিত চে গুয়েভারার বাংলা অনুবাদ।

চে

আগামী ১৩ থেকে ১৭ মার্চ আলিয়ঁস ফঁসেজ -এর প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে সাহিত্য সন্ধ্যা।প্রথম দিনের আনুষ্ঠানিক প্রকাশ হবে আলাঁ ফোয়া রচিত চে গুয়েভারার বাংলা অনুবাদ। এই উপলক্ষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র ‘আমার চোখে চে’ শীর্ষ ক আলোচনাসভায় অংশ নেবে। এরপর যুব আন্দোলনের নানা দিক নিয়ে বলবেন সমাজবিজ্ঞানী মার্ক হাৎজফেল্ড , মহসিন হাবিব, সমাজকর্মী নীলাঞ্জন দত্ত , সাংবাদিক জেরি লেন স্কেফিল্ড। লৌকিক ইতিহাসে সাহিত্যিক যোগেন্দ্রনাথ গুপ্তের অবদান নিয়ে বক্তব্য রাখবেন দুই ইতিহাসবিদ উত্তরা চক্রবর্তী ও ভাস্কর চক্রবর্তী । থাকবে বাংলার ছবিবৃত্তান্ত নিয়ে আলচনা।’মিউজিক রুম’ শীর্ষক আলোচনায়ে থাকবেন মালবিকা কার্লেকর এবং শিক্ষাবিদ জুলি মেহতা। উওমেন ইন লাভ নিয়ে বলবেন অপর্ণা বন্দ্যোপাধ্যায় ও পর্ণা ঘোষ।শেষদিনে ভারততত্ত্ব নিয়ে থাকবে আলোচনা।