• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে পেটিএমের নতুন রূপ, আরও স্মার্ট ও স্বচ্ছ লেনদেন

বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অ্যাপের অভিজ্ঞতা উন্নত করা— এই লক্ষ্য ভবিষ্যতের বাজারকেও প্রভাবিত করবে বলে মনে করছে শিল্পমহল।

প্রতীকী চিত্র

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে বদলে গেল পেটিএমের চেহারা। দৈনন্দিন ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও স্বচ্ছ করতে নিজেদের অ্যাপকে সম্পূর্ণ নতুন রূপে নকশা করল পেটিএম। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এ বার থেকে অ্যাপটি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তিতে আরও দ্রুত কাজ করবে। ব্যবহারকারীকে লেনদেনের সময় ব্যক্তিগত পছন্দ অনুযায়ী সুবিধা দিতে পারবে।

অ্যাপের নতুন সংস্করণে সামগ্রিক বিন্যাস একেবারেই বদলে ফেলা হয়েছে। ব্যবহারকারীরা যাতে দ্রুত প্রয়োজনীয় পরিষেবায় পৌঁছতে পারেন, সেজন্য হোম পেজের নকশা আরও পরিষ্কার ও স্বচ্ছ করা হয়েছে। লেনদেন সংক্রান্ত প্রতিটি পর্যায়ে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ব্যবহারকারীর অভ্যাস মিলিয়ে পরামর্শ দেওয়ার ব্যবস্থাও যোগ করা হয়েছে।

Advertisement

এ ছাড়া বারংবার ব্যবহৃত লেনদেন, বিল পরিশোধ, পুনরায় লেনদেন— সবকিছুকে দ্রুততর করতে নতুন অ্যালগোরিদম যুক্ত করা হয়েছে। পেটিএম–এর তরফে দাবি করা হয়েছে, এর ফলে লেনদেনের সময় কমবে এবং ভুল হওয়ার সম্ভাবনাও কমে যাবে। ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাপের নিজস্ব সুরক্ষা–ব্যবস্থাও আপগ্রেড করা হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, ডিজিটাল লেনদেনের বাজারে প্রতিযোগিতা বাড়ছে। তাই পেটিএম এ বার প্রযুক্তিনির্ভর উন্নতির দিকেই বেশি মনোযোগ দিয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অ্যাপের অভিজ্ঞতা উন্নত করা— এই লক্ষ্য ভবিষ্যতের বাজারকেও প্রভাবিত করবে বলে মনে করছে শিল্পমহল।

Advertisement