• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

এলিগ্যান্ট স্টিল অধিগ্রহণ

পশ্চিমবঙ্গের দুর্গাপুর ও পুরুলিয়ার এসপিএস স্টিল ও তার ব্র্যান্ড 'এলিগ্যান্ট সিল' অধিগ্রহণ করল শাকম্ভরী ইস্পাত এবং পাওয়ার সংস্থা।

এলিগ্যান্ট সিল অধিগ্রহণ করল শাকম্ভরী ইস্পাত এবং পাওয়ার সংস্থা (Photo: www.spsgroup.co.in)

পশ্চিমবঙ্গের দুর্গাপুর ও পুরুলিয়ার এসপিএস স্টিল ও তার ব্র্যান্ড ‘এলিগ্যান্ট স্টিল’ অধিগ্রহণ করল শাকম্ভরী ইস্পাত এবং পাওয়ার সংস্থা।

মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে সংস্থার পক্ষে দীপককুমার আগরওয়াল, নরেশ আগরওয়াল এবং রঞ্জন বর্মা জানান, এজন্য শাকম্ভরী সংস্থা ২৭০ কোটি টাকা বিনিয়ােগ করেছে।

সংস্থার বর্তমান উৎপাদন ক্ষমতা ১৫ হাজার মেট্রিক টন থেকে ২৫ হাজার মেট্রিক টন করার কথাও ঘােষণা করা হয়।

এছাড়া, এলিগ্যান্ট স্টিল দেশের অন্যান্য অংশেও যাতে জনপ্রিয় করা যায় তার উদ্যোগ গ্রহণ করা হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিরেক্টর স্বাতী আগরওয়াল।